reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুন, ২০২১

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘ সৃষ্টির ফলে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ পূর্বাভাসে এমনটাই জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু অক্ষের বাড়তি অংশ উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বেড়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

শাহীনুল আরও জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ সারাদেশে আকাশ মেঘলাসহ বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন : ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবহাওয়া,সতর্ক সংকেত,মৌসুমী বায়ু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close