reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২০

আরও ২ দিন থাকবে বৃষ্টি

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বৃষ্টি আরও দুইদিন থাকবে। যা চলতে পারে শনিবার পর্যন্ত। বুধবার ও বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার থেকে বৃষ্টি কমতে থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এখন মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ‍ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, শুক্রবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। তবে তার পরিমাণ বুধবার বা বৃহস্পতিবারের মতো হবে না। শনিবার থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে। রোববার থেকে বৃষ্টি আর থাকবে না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃষ্টি,আবহাওয়া,সতর্ক সংকেত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close