reporterঅনলাইন ডেস্ক
  ১০ এপ্রিল, ২০২০

ঢাকার তাপমাত্রা সামান্য বাড়বে

গত সপ্তাহে রাজধানী ঢাকায় তাপপ্রবাহ বেশি ছিল। তবে গত গত দুই দিন আকাশ মেঘলা ছিল। এর মধ্যে একদিন সামান্য বৃষ্টিও হয়েছে। সবমিলিয়ে গত দুই দিন ঢাকায় তাপমাত্রা ছিল অনেকটাই সহনীয়।

তবে শুক্রবার ঢাকার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শুক্রবার সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অধিকাংশ মেঘলা থাকতে পারে। সাধারণত শুষ্ক থাকতে পারে আবহাওয়া। দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ৬ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি, ৭ এপ্রিল ৩৭ ডিগ্রি, ৮ এপ্রিল ৩২ দশমিক ৪ ডিগ্রি, ৯ এপ্রিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাপমাত্রা,আবহাওয়া পূর্বাভাস,ঢাকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close