reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

‘বাংলা আমার উৎসবে’ সংস্কৃতিপ্রেমীর মিলনমেলা

সংস্কৃতি চর্চা কেন্দ্র বাংলা আমার-এর ৭ম বর্ষপূর্তি উপলক্ষে ‘শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম’ এই স্লোগান সামনে রেখে গত শুক্রবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদযাপন করা হয়েছে দিনব্যাপী বর্ণিল আয়োজন ‘বাংলা আমার উৎসব ২০২৫’।

প্রতি বছরের মতো এবারও রাজধানীর এ উৎসবটি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।

উৎসবকে কেন্দ্র করে এবার আয়োজন করা হয়েছে 'বাংলা আমার জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫'। ১ম এবং বিভাগীয় পর্বে উত্তীর্ণ হয়ে সারাদেশ থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কনে ৮ জন বিজয়ীর হাতে ৮টি স্বর্ণপদকসহ মোট ৬৮টি পুরস্কার তুলে দেওয়া হয়।

বিচারকার্যে অংশগ্রহণ করেন এবং প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন সংগীতশিল্পী অণিমা রায়, ইয়াৎসিংহ শুভ, সামিয়া আহসান, আবৃত্তিশিল্পী মাহদুল ইসলাম, মাসকুর-এ-সাত্তার কোল্লোল, মীর বতকত, চিত্রশিল্পী প্রদ্যোত কুমার দাস, কামাল উদ্দিন, নৃত্যশিল্পী গোলাম মোস্তাফা ববি, মন্দিরা চৌধুরীসহ দেশের বরেণ্যে সাংস্কৃতিক ব্যক্তিরা।

উৎসবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বরেণ্য আবৃত্তিশিল্পী আশরাফুল আলমকে 'বাংলা আমার সম্মাননা ২০২৫’ এবং প্রতিশ্রুতিশীল সংস্কৃতিকর্মী জয়দেব সাহাকে ‘বাংলা আমার প্রণোদনা ২০২৫’ প্রদান করা হয়।

উৎসবে দেশের স্বনামধন্য শিল্পীদের আবৃত্তি পরিবেশনা, কবি কন্ঠে কবিতা পাঠ, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনী, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।

আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদা হাস্যজ্জল, প্রতিটি শিশু-কিশোরের অনুসরণীয়, অনুকরণীয় শাহীদ কাউসারুল আনোয়ার। সংগঠনের স্বর্ণলতা ঘোষ এবং জয়ানন্দ সেনের হাতে বর্ষসেরা পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মেহেদী হাসান আকাশ।

এছাড়া বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ‘বাংলা আমার উৎসব ২০২৫’। শিল্প, সাহিত্য, সংস্কৃতির দেশ বরেণ্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতে সফল ও সমৃদ্ধ হয় ‘বাংলা আমার উৎসব ২০২৫’।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close