অনলাইন ডেস্ক
১২ নভেম্বর, ২০২৪
আমি মা হওয়ার অপেক্ষায় আছি : সামান্থা
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত টিভি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। গত ৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এটি। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।
এ সিরিজে ‘হানি’ চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। গল্পে তার একটি কন্যা রয়েছে; যার নাম নাদিয়া। কন্যা চরিত্রে অভিনয় করেছে কাশভি মজুমদার। মা-মেয়ের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন দর্শকরা। কয়েক দিন আগে সাক্ষাৎকার দিয়েছেন সামান্থা। পর্দার রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে সামান্থা জানান, বাস্তব জীবনে মা হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
সামান্থা রুথ প্রভু বলেন, আমি সব সময়ই মা হতে চেয়েছি। সত্যি এটি অসাধারণ একটি অভিজ্ঞতা। আমি মা হওয়ার অপেক্ষায় আছি। মানুষ প্রায়ই বয়স নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু আমি মনে করি, জীবনে এমন কোনো সময় নেই যখন মা হওয়া যায় না।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন