reporterঅনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর, ২০২৪

আজ বাচসাসর সাধারণ সভা ও নির্বাচন

ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাসর দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ এক বিবৃতিতে সদস্যদের সাধারণ সভায় অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ মতামত দিয়ে বাচসাসকে আরও গতিশীল করার আহ্বান করেছেন।

তিনি জানান, সকাল ১০টায় দ্বিবার্ষিক সাধারণ সভা ও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার বাচসাসর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আলিমুজ্জামান। কমিশনে আরো রয়েছেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

উল্লেখ্য, বাচসাস ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্নে এর নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ সংক্ষেপে ‘বাচসাস’ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাচসাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close