অনলাইন ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৪
ছাড়পত্র পেয়ে স্বস্তিতে কঙ্গনা
তিনি ঠোঁটকাটা, রগচটা কিংবা ভয়হীন বলিউড ‘কুইন’! সব সময় স্পষ্ট বয়ানে অন্যদের ঘোল খাইয়ে (তুমুল সমালোচনা) মাথা উঁচু করে রাখা তারকা। সেই কঙ্গনাই কিনা নিজের পরিচালিত প্রথম ছবি ‘ইমারজেন্সি’র ছাড়পত্র নিতে রীতিমতো ঘোল খেলেন!
ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগে ভারতের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হয়ে আদালত সমুদ্রে, এক টুকরো খড়কুটোও যেন তার পাশে ছিলো না; যেটা তিনি আঁকড়ে ধরতে পারেন। শুরুর দিকে বিষয়টি নিয়ে কঙ্গনা স্বভাবসুলভ বাঘিনীরূপে হুংকার দিলেও, শেষের দিকে নিজেকে নতজানু করে ফেলেছেন।
আশার কথা, অবশেষে স্বস্তিতে ফিরেছেন নির্মাতা-অভিনেতা-প্রযোজক কঙ্গনা। ১৭ অক্টোবর তার হাতে এসেছে ছবিটি মুক্তির ছাড়পত্র।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন