অনলাইন ডেস্ক
১২ অক্টোবর, ২০২৪
ক্ষমা চাইলেন হৃতিক রোশন
হৃতিক রোশন ও সাবা আজাদকে দীর্ঘ বিরতির পর একসঙ্গে দেখা গেছে। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের স্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) শহরের এক রেস্তোরাঁয় সাবাকে নিয়ে হাজির হন এ বলিউড অভিনেতা।
তাদের একসঙ্গে দেখামাত্রই চিত্র সাংবাদিকরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ফলে গাড়ি থেকে নেমেই কিছুটা থমকে যান সাবা। তিনি বেশ অস্বস্তি বোধ করেন। এমনটা দেখে মেজাজ হারান হৃতিক।
চিত্র সাংবাদিকরা মুম্বাইয়ের একটি রেস্তরাঁর বাইরে হৃতিক রোশন এবং সাবা আজাদকে ক্যামেরাবন্দি করেন। সেখানে সিদ্ধার্থ আনন্দের সঙ্গেও পোজ দিয়েছেন তারা। কিন্তু সাবার প্রবেশ করতে অসুবিধা হওয়ায় চিৎকার করে ওঠেন হৃদিত। এরপর হাত ধরে সাবাকে গাড়ি থেকে নামিয়ে রেস্তোরাঁয় ঢুকিয়ে দেওয়ার পর শান্ত হন এ অভিনেতা। বাড়ি ফেরার পথে অবশ্য সাংবাদিকদের কাছে ক্ষমাও চেয়েছেন হৃতিক।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন