‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’ নিয়ে ফিরছেন ক্যামেরন
‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’খ্যাত হলিউডের কিংবদন্তি নির্মাতা জেমস ক্যামেরন। এবার ইতিহাসেরই এক ভয়াবহ অধ্যায় পর্দায় ফুটিয়ে তুলতে যাচ্ছেন এ পরিচালক। এবার তার সিনেমার গল্পের প্লট জাপানের হিরোশিমা।
দ্য হলিউড রিপোর্ট প্রতিবেদনে জানা যায়, নতুন সিনেমার পরিকল্পনা করেছেন জেমস ক্যামেরন। সিনেমার জন্য একটি বইয়ের স্বত্বও কিনেছেন। চার্লস পেলেগ্রিনোর ‘ঘোস্টস অব হিরোশিমা’র স্বত্ব কিনলেন ক্যামেরন। তবে খবুওই মজার ব্যাপার হলো, বইটি এখনও কিন্তু প্রকাশ পায়নি।
তবে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের আগস্টে এ বইটি প্রকাশ পাবে। উল্লেখ্য, হিরোশিমায় বোমা হামলার ৮০ বছর পূর্তি উপলক্ষে বইটি প্রকাশ করা হচ্ছে।
প্রতিবেদন আরো বলা হয়, শুধু এই বই থেকেই সিনেমা নির্মাণ করছেন না তিনি। এর পাশাপাশি গল্প সাজানোর ক্ষেত্রে আরও দুটি বইয়ের সাহায্য নিচ্ছেন তিনি।
একই লেখকের ‘ঘোস্টস’ ও ২০১৫ সালে প্রকাশিত ‘লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’ থেকে সিনেমা নির্মানের জন্য সাহায্য নেওয়া হবে। আর সিনেমার নামও দেওয়া হচ্ছে ‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’।