মা হতে চলেছেন অভিনেতা যীশুর প্রেমিকা শিনাল
টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা । গতমাসেই সামনে আসে বিচ্ছেদ হতে যাচ্ছে তাদের। তৃতীয় ব্যক্তির আগমনের কারণেই এ পথে হাঁটছেন তারা। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নীলাঞ্জনার সেনগুপ্ত পদবি ও যীশুর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলাই এই জল্পনার সূত্রপাত। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমে উঠে এসেছে যিশুর প্রেমিকা মা হতে যাচ্ছে।
এই গুঞ্জনের শুরু হয় বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে। তবে অভিনেতার ঘনিষ্ঠদের দাবি করেছেন, এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। তবে নিজেদের সম্পর্কের টানাপড়েন, দাম্পত্য কলহের জন্য তাদের বিবাহ বিচ্ছেদ আসন্ন। এবং সেটা হবেই। কিন্তু কবে সেটা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
এই তারকা দম্পতির বিচ্ছেদের নেপথ্য কারণ হিসেবে শোনা যাচ্ছে, নীলাঞ্জনা নাকি প্রবল আধিপত্য চালাতেন যিশুর উপরে। এ কারণেই যিশু দূরে সরে যাচ্ছিলেন নীলাঞ্জনার থেকে।
শিনার সুর্তি যিশুর ম্যানেজার। বর্তমানে তিনিই বলিউডে ও দক্ষিণী ছবির জগতে যিশুর সমস্ত কাজ দেখেন। শিনালের সঙ্গে যিশুর সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নীলাঞ্জনা। গতমাসে নীলাঞ্জনা সরাসরি না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদ নিয়ে নানা কথা ছুড়ে দিয়েছেন। দম্পতির বড় মেয়ে সারা সেনগুপ্ত সেই সময় মাকে সমর্থন জানিয়েছেন। এত কিছুর পরেও যিশু কিন্তু এখনো এ বিষয়ে মুখ খোলেননি। বরং শোনা যাচ্ছে যিশু নিজের প্রযোজনা সংস্থা-সহ যাবতীয় সম্পত্তি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দিয়েছেন। যাতে আগামী দিনে তাদের কোনও সমস্যা না হয়।
পিডিএস/এমএইউ