অনলাইন ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৪
ঢালিউডের ‘বুনো সুন্দরী’র জন্মদিন
আজ সাদিকা পারভীন পপির জন্মদিন। এই চিত্রনায়িকাকে বাণিজ্যিক এবং সাহিত্যনির্ভর সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে। তাকে ঢালিউডের ‘বুনো সুন্দরী’ বলা হয়।
পপির জন্ম ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর। খুলনায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা পপি শোবিজ অঙ্গনে পা রাখেন ১৯৯৫ সালে 'লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায়’ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। সিনেমায় কাজ শুরু করেন ১৯৯৭ সাল থেকে। পপি অভিনীত প্রথম সিনেমা 'আমার ঘর আমার বেহেস্ত'। তবে তার অভিনিত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কুলি’। বক্স অফিসে সিনেমাটি ব্লকবাস্টার হয়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন