ওবায়দুল কাদেরকে নিয়ে গাইলেন হিরো আলম
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম আলোচনায় থাকতে পছন্দ করেন। গেল কয়দিন ধরে নানা কর্মকাণ্ডের মধ্যদিয়ে ছিলেন খবরের শিরোনামে। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের আটকের খবরে হিরো আলম মিষ্টি নিয়ে ছুটে যান ডিবি কার্যালয়ে। শুধু তাই নয়, তাকে নিয়ে সিনেমা বানানো ঘোষণাও দিয়েছেন তিনি। গেয়েছেন গানও।
তারই ধারাবাহিকতায় এবার হিরো আলম গাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে। গানের শিরোনাম ‘ও কাউয়া কাদের কাকা’। গানের কথা, সুর ও সংগীত করেছেন মমো রহমান। গানের কথায় হিরো আলম তুলে ধরেন ওবায়দুল কাদেরের গা-ঢাকা দেওয়ার বিষয়টি।
কথাগুলো এমন—‘খেলা হবে বলিয়া, মাঠেতে ডাকিয়া/কেন পালাইয়া চলে গেলি, এখন আমি কাহার সাথে খেলি’।
এর আগে আরাফাতকে নিয়ে হিরো আলম গেছেন ‘ধরা পড়ল আরাফাত, আরাফাত ছিল একটা ভোট ডাকাত’। এছাড়া ‘আরাফাতের চার বউ’ শিরোনামের সিনেমায় অভিনয় করবেন তিনি। পাশাপাশি অভিনয় করবেন গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদকে নিয়ে নির্মিতব্য সিনেমাতেও। নাম ‘মাস্তান হারুন’।