দীপিকা কবে মা হচ্ছেন
নতুন সদস্য আসছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসারে। বছরের শুরুতেই সুখবর দিয়েছিলেন তারকা দম্পতি। ক্রমশ এগিয়ে আসছে সেই দিন। সেপ্টেম্বরেই মা হওয়ার কথা দীপিকার। এ বার প্রকাশ্যে এল, ঠিক কবে অভিনেত্রীর কোলে আসছে তার প্রথম সন্তান।
এ বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা ও রণবীর সুখবর ঘোষণা করেছিলেন। সেখানেই তারা আভাস দিয়েছিলেন এ বছরের সেপ্টেম্বরে সন্তানের আগমন।
প্রথম দিকে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। কিন্তু সেটা হয়ত আর হচ্ছে না। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ২৮ সেপ্টেম্বর দীপিকা তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে দীপিকা ভর্তি হবেন বলে জানা গিয়েছে।
বেশ কিছু দিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন দীপিকা। ২০২৫-এ মার্চ থেকে ফের কাজ শুরু করবেন অভিনেত্রী। তবে সন্তানের জন্ম তারিখে রয়েছে একটি চমক। ২৮ সেপ্টেম্বর দীপিকার প্রাক্তন প্রেমিক তথা অভিনেতা রণবীর কাপুরেরও জন্মদিন।
দীপিকাকে শেষ দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দীপাবলিতে দীপিকার আসন্ন ছবি ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে।