বলিউডের সবাইকে বোকা ও মূর্খ বললেন কঙ্গনা
বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রনৌত মাঝেমধ্যেই বিতর্কিত কথা বলে আলোচনায় আসেন। এবার বলিউডের সবাইকে বোকা ও মূর্খ বলে গাল দিলেন এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, আমি ঠিক বলিউডের সঙ্গে মানানসই নই। বলিউডের লোকজনের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। ওরা শুধু নিজেদের নিয়ে ভাবে। সবাই বোকা ও মূর্খ।
কঙ্গনা আরো বলেন, শুটিং না চললে এরা সকালে উঠে শরীরচর্চা করে, দুপুরে ঘুমায়, ঘুম থেকে উঠে ছোট পর্দায় কিছু দেখে আবার রাতে ঘুমিয়ে পড়ে। এইটুকুই! এরা ফড়িঙের মতো।
‘এদের মাথা একেবারেই ফাঁপা। এই ধরনের মানুষের সঙ্গে তুমি কী ভাবে বন্ধুত্ব করবে। ওরা জানেই না, কোথায় কী ঘটছে। বলিউডে একটা ভদ্র মানুষ খুঁজে পেলে আমি সত্যিই আশ্চর্য হতাম।’
বিটাউনের অভিনেত্রীদেরও ছাড়েননি কঙ্গনা। তার মতে, অভিনেত্রীরা একত্রিত হলে, নিজেদের মধ্যে শুধুই সাজগোজ, দামি পোশাক নিয়ে আলোচনা করেন এবং পরচর্চা করেন। এ কারণেই বলিউডের বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলেন বলে জানান কঙ্গনা।