reporterঅনলাইন ডেস্ক
  ০২ আগস্ট, ২০২৪

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিশার কণ্ঠে ‘শিকল পরা ছল’ 

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। আর এ তালিকায় শুরু থেকেই রয়েছেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত তারা বিভিন্ন স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।

এরমধ্যেই তিশার গাওয়া কাজী নজরুল ইসলামের গান ‘শিকল পরা ছল, মোদের এই শিকল পরা ছল’ এর একটি পুরোনো ভিডিও সোশ্যাল মিডিয়া নতুন করে ভাইরাল হয়েছে। সবাই এটিকে চলমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে শেয়ার করছেন।

টিভি নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিশা। তবে গান দিয়েই শুরু হয়েছিল তার পথচলা। শিশুশিল্পী হিসেবে ১৯৯৫ সালে নতুনকুঁড়ি জাতীয় পুরস্কারে প্রথম স্থান লাভ করেছিলেন তিনি। এরপর খুব অল্পসময়ের মধ্যেই সকল শ্রেণির দর্শকদের কাছে হয়ে ওঠেন জনপ্রিয়।

সেই থেকে বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন তিশা। পাশাপাশি কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও। সবশেষ স্বামী মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-তে দেখা গেছে তাকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close