অনলাইন ডেস্ক
২১ নভেম্বর, ২০২৩
দুবাইয়ে আরাভ খানের দোকান উদ্বোধন করবেন হিরো আলম
দুবাইয়ে আরাভ খানের একটি মোবাইলের শোরুম উদ্বোধনের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন হিরো আলম। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম নিজেই।
তিনি জানান, আগামী রবিবার দুবাইয়ের সাবকা বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত আরবাজ সেন্টারে আরাভ খানের মোবাইল শপ ‘আরাভ মোবাইল পয়েন্ট’ উদ্বোধন করা হবে।
এর আগে গত ১৪ মার্চ আরাভের স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়েছিলেন হিরো আলম। সঙ্গে ছিলেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানও। তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।
পিডিএস/এএমকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন