reporterঅনলাইন ডেস্ক
  ১৭ নভেম্বর, ২০২৩

এবার বলিউড অভিনেত্রী কাজলের ফেক ভিডিও ভাইরাল

ফাইল ছবি

কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও। যা নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের প্রতিবাদের মধ্যেই ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের আপত্তিকর ভিডিও। পরে দেখা যায়, ভিডিওগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে এডিট করা হয়েছে।

এবার ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। তার ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷। ভিডিও-টিতে দেখানো হয়েছে, অভিনেত্রী কাজল পোশাক পরিবর্তন করছেন। অভিনেত্রীর পোশাক পরিবর্তনের ওই ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে৷

ভিডিওটির তথ্য যাচাই করে ইংরেজিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় তথ্য-যাচাই প্ল্যাটফর্ম বুম। প্রতিবেদন অনুযায়ী, ভিডিও ক্লিপস এ কাজলের মুখ ইংরেজি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রোজি ব্রিনের একটি ভিডিওতে সুপারইম্পোজ করা হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মূল ভিডিওটি 'গেট রেডি উইথ মি' ট্রেন্ডের অংশ হিসাবে গত ৫ জুন টিকটকে আপলোড করা হয়েছিল।

বুম বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ভিডিও আসল ব্যক্তি রোজি ব্রিনের সঙ্গে যোগাযোগ করলে, তিনি সেটি নিজের ভিডিও বলে নিশ্চিত করেছেন।

এই ঘটনাটি ডিপফেক ভিডিওগুলোকে ঘিরে উদ্বেগকে নতুন করে ভাবাচ্ছে৷ আগে একটি কালো যোগব্যায়াম বডিস্যুট পরা একজন মহিলার মুখের উপর রশ্মিকার মুখ বসিয়ে এডিট করা হয়। ক্যাটরিনা কাইফের 'টাইগার ৩'-এর তোয়ালে পরে লড়াইয়ের দৃশ্য থেকে তার এআই-জেনারেট করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

রাশমিকার ভাইরাল ওই ঘটনায় বিব্রত রাশমিকার পাশে দাঁড়িয়েছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট করে তিনি বলেছিলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ইন্টারনেট ব্যবহারকারী সমস্ত ডিজিটাল নাগরিকের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাজল,অভিনেত্রী,বলিউড,শাহরুখ খান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close