বিনোদন প্রতিবেদক
আজমল হোসেন দিশারীর নতুন গান
আজমল হোসেন দিশারীর নতুন গান ‘বল রে বিধি বল’প্রকাশ পেয়েছে। গানটির গীতিকার ও সুরকার শিল্পী নিজেই। এ ছাড়া সৌমিত্র ঘোষ ইমন পরিচালিত গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী নিজেই।
গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর একটি রেস্টুরন্টে গানটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য শিল্পী মানাম আহমেদ।
আজমল হোসেন দিশারীর গান প্রসঙ্গে মানাম আহমেদ বলেন, ‘বল রে বিধি বল’ গানটির কথা ও সুর সুন্দর। আশা করি শ্রোতারা গানটি শুনবেন।
আজমল হোসেন দিশারী বলেন, এর আগে ২০১১ সালে একটি গান রেকর্ড করেছিলাম।
তিনি আরো বলেন, বিশ্বকাপ চলাকালীন জাতীয় ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে গানটি গেয়েছিলাম। তবে সেই গান এখনো প্রকাশ হয়নি। সেই হিসেবে ‘বল রে বিধি বল’ আমার প্রথম প্রকাশিত গান। আশা করি গানটি শ্রোতারা পছন্দ করবেন।
পিডিএস/মীর