অনলাইন ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৩
শাফিন আহমেদ মামলা করলেন
কাইনেটিক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আশিকুন নবী ও ডিরেক্টর আশিফুন নবীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল শাফিন আহমেদ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে কপিরাইট আইনে মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামি ৫ নভেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল মামলার বিষয়টি নিশ্চিত করেন।
শিল্পীর গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম — যেমন ইউটিউব, অ্যামাজন, আই টিউনস, এ্যাপল মিউজিকে প্রচার করে অপরাধ করেছে অভিযোগ করা হয়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন