
জায়েদ খানের ভক্ত পূজা চেরি!

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার অন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় এমনও বলা হয়- ‘জায়েদ খান একমাত্র নায়ক, যার কোনো ভক্ত নেই’। তবে জায়েদ খানের ভাষ্যমতে তার অসংখ্য নারী ভক্ত রয়েছেন। এমনও জানান, এক তরুণী নাকি তার ছবিযুক্ত বালিশে ঘুমান।
এবার জায়েদ খানের নারী ভক্তকূল নিয়ে জানা গেল চমকপ্রদ আরেকটি বিষয়। জানা গেল তার আরেক নারী ভক্তের কথা। তাও সাধারণ কোনো নারী ভক্ত নয়, তিনি ঢাকাই সিনেমার হালের ক্রেজ চিত্রনায়িকা পূজা চেরি!
বাস্ততেই এই চিত্রনায়িকা জায়েদ খানের ভক্ত কি না তা জানা না গেলেও সিনেমার পর্দায় তার ভক্ত হিসেবেই দেখা যাবে পূজা চেরিকে। এমনটিই জানিয়েছেন স্বয়ং জায়েদ খান।
রবিবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে নতুন একটি সিনেমার শুটিং। এ সিনেমার গল্প জায়েদ খানকে কেন্দ্র করে।
জায়েদ খান নায়ক হিসেবে সিনেমার শুটিং করতে যান গ্রামে, সেখানেই ভক্ত হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। সিনেমার নাম ‘লিপস্টিক’। এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জায়েদ খান।
তিনি বলেন, রবিবার থেকে শুটিং শুরু হচ্ছে। এই সিনেমায় আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি।
এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো পূজা চেরির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন জায়েদ খান। এ প্রসঙ্গে জায়েদ তিনি বলেন, পূজা চেরি আমার পছন্দের অভিনেত্রী। ভীষণ ট্যালেন্টেড শিল্পী সে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, আবার সে আমার ভক্ত চরিত্রে অভিনয় করছে, এটা ভালো লাগার মতো বিষয়।
লিপস্টিক নামের এই সিনেমায় আরো অভিনয় করছেন আদর আজাদ ও মিশা সওদাগর।
পিডিএস/এমএইউ