গাঁটছড়া বাঁধলেন সোনালি সেহগাল
‘পেয়ার কা পঞ্চনামা’ ছবির মাধ্যমে বলিউডের পর্দায় নজর কেড়েছিলেন কলকাতার মেয়ে অভিনেত্রী সোনালি সেহগাল। মুম্বাইয়ের ব্যবসায়ী অশেষ এল সাজনানির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সোনালি সেহগাল।
বুধবার (৭ জুন) ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীর্ঘদিনের প্রেমিক অশেষ সাজনানির গলায় মালা পরালেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তাদের বিয়ের অনুষ্ঠানের পরে অভিনেত্রী ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “সবর ও শুকর (হাত ভাঁজ করা ইমোজি)। ধৈর্য্য ধারণ করুন।"
গত ৫ বছর ধরেই অশেষের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। অবশেষে বিয়ে। অশেষ পেশায় একজন হোটেল ব্যবসায়ী।
‘পেয়ার পঞ্চনামা ২ ’, ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো ছবিতে দেখা গিয়েছে সোনালিকে। মুক্তির অপেক্ষায় আছে তার ছবি ‘নুরানি চেহারা’। ছবিটিতে সোনালি ছাড়াও আর অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।