reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুন, ২০২৩

২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরী

ফাইল ছবি

স্বামী শরিফুল রাজকে ‘ফেক’ মানুষ মন্তব্য করে তাঁর সঙ্গে আর সংসার করতে চান না বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা পরী মণি।

সোমবার রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে নায়িকার ভাষ্য, ‘আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক। সত্যি চাই না আমি, রাজের স্ত্রী হয়ে থাকতে। এখন রাজ্যের মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।’

দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এ প্রশ্নের জবাবে পরী মণি বলেন, ‘আমি আর বসতে চাই না। যদি হতোই তাহলে অনেক আগেই হতো।’

এদিকে, পরী মণির প্রতি ‘ভালোবাসা’ জানিয়ে চিত্রনায়ক শরিফুল রাজ বলেছেন, আপাতত তিনি ‘অফিসিয়াল ডিভোর্সের’ পথে না হাঁটলেও সংসারে আর ফিরবেন না।

‘দামাল’ সিনেমা মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরী মণি। সেখান থেকে দাম্পত্য জীবনের অবনতি হয়েছে রাজ-পরীর। সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে ব্যক্তিগত কিছু ভিডিও প্রকাশ্যে এলে সেটা জটিল আকার ধারণ করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজ,পরী,বিয়ে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close