
০৫ জুন, ২০২৩
ফখরুলের কথায় গাইলেন সালমা

কবি ফখরুল হাসান ও শিল্পী সালমা
ক্লোজআপ তারকা খ্যাত নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা তার ভক্ত-অনুরাগীদের জন্য আরো একটি গান নিয়ে এলেন। ‘ব্যথারই বকুল’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবি ও গীতিকার ফখরুল হাসান। এর সুর করেছেন রোহান রাজু।
এ গানের কথা এমন—‘তুমি আমার একজীবনে ব্যথারই বকুল/তোমার আমার প্রেমে ছিল, মস্ত বড় ভুল।’ চমৎকার কথা ও সুরের গানটি শনিবার (৩ জুন) প্রকাশিত হয়েছে লায়নিক মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে।
গানটি প্রসঙ্গে ফখরুল হাসান বলেন, সালমার কণ্ঠ ও গায়কীয় আমার বেশ ভালো লাগে। তার জন্য একটি গান লেখা অনেক দিনের ইচ্ছে ছিল। তিনি অসাধারণ গেয়েছেন। গানটি আমার মন ছুঁয়েছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন