reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুন, ২০২৩

কখন প্রাক্তনদের ফোন করেন আদা শর্মা!

ছবি : সংগৃহীত

অল্প পরিচিত অভিনেত্রী থেকে রাতারাতি তারকা। চলতি বছরের অন্যতম বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র সৌজন্যে দেশের এখন অন্যতম চর্চিত নাম আদা শর্মা। একদিকে যেমন প্রশংসিত হয়েছে তার অভিনয়, অন্য দিকে তাকে নিয়ে দর্শকের উৎসাহও বেড়েছে কয়েক গুণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। প্রশ্নের মুখে বেশ সাবলীল ভাবেই জবাবও দিলেন আদা। আদা শর্মা কি প্রেম করছেন? সেই বিশেষ ব্যক্তিটি কে? এ রকম একাধিক প্রশ্নের মুখোমুখি হন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী। কোনো প্রশ্নই এড়িয়ে যাননি আদা।

বরং নিজের প্রেম জীবন নিয়ে বেশ খোলামেলা হয়েই কথা বলেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, নিজের প্রাক্তন প্রেমিককে নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে আদা বলেন, ‘প্রাক্তন প্রেমিকরা আমাকে ফোন করেন না, আমিই উল্টে তাদের ফোন করি!’

আদার কথায়, ‘আমি তো নেশার ঘোরে না থেকেও এ সব কাজ করি। কাশির ওষুধ এক চামচ পেটে পড়লেই কাজ হয়!’

প্রাক্তনদের নিয়ে আদাকে এত সাবলীল ভঙ্গিমায় কথা বলতে শুনে অবাক নেটাগরিকদের একাংশ। বাকিরা অবশ্য আদার কাণ্ডকারখানার কথা জানতে পেরে বেশ মজাই পেয়েছেন।

বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’র পিছু না ছাড়লেও বক্স অফিসে কিন্তু এই সিনেমার সাফল্য অব্যাহত। এখনও পর্যন্ত ভারতের বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আদা শর্মা,অভিনেত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close