reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি, ২০২৩

মা হচ্ছেন অভিনেত্রী সানা?

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী সানা খান। বেশ আগে অভিনয় ও শোবিজ জগত ছেড়ে ধর্মে মনোযোগী হওয়ার ঘোষণা দেন। তারপর ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাসকে বিয়ে করেন রিয়েলিটি শো ‘বিগ বস’খ্যাত এই তারকা। এদিকে গুঞ্জন চাউর হয়েছে, মা হতে যাচ্ছেন সানা খান।

রোববার (৫ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন সানা খান। তার একটিতে দেখা যায়, বোরকা পরে স্বামীর পাশে বসে আছেন সানা খান। অন্য ছবিটি বিমানে তোলা। সেখানেও একই লুকে ফ্রেমবন্দি হয়েছেন তারা।

এসব ছবির ক্যাপশনে সানা খান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা খুবই আনন্দিত। এই ওমরাহ পালন কয়েকটি কারণে খুব খুব বিশেষ। এসব কারণ খুব শিগগির আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ!’

মূলত, তারপর থেকে গুঞ্জন উড়ছে মা হতে যাচ্ছেন সানা খান। যদিও ছবিতে বেবি বাম্প দেখা যাচ্ছে না। তবে নেটিজেনদের অনেকে তার মা হতে যাওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে সুস্থ সন্তান দান করুক।’ আরেকজন লিখেছেন, ‘আমার মনে হয়, আপনি অন্তঃসত্ত্বা।’ আফরিনা নাসিমা নামে একজন লিখেছেন, ‘আমি জানি, আপনি এক মাসের অন্তঃসত্ত্বা। আপনাকে অভিনন্দন।’

এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তবে নেটিজেনদের এসব মন্তব্যের কোনো জবাব দেননি সানা খান।

‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।

২০২০ সালের অক্টোবরে হঠাৎ করেই শোবিজ জগত থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন সানা খান। এরপর এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিনেত্রী সানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close