reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০২৩

অহনাকে বিয়ে করেছেন শামীম!

ছবি : সংগৃহীত

নাটক পাড়ায় জোর গুঞ্জন, শামীম হাসান সরকার ও অহনা রহমান প্রেম করছেন। দুজনে সেটা স্বীকার না করলেও জুটি বেঁধে কাজ করছেন নিয়মিত।

এমন গুঞ্জনের মধ্যে রোববার মধ্যরাতে অহনা রহমান রহমানের সঙ্গে বিয়ের কাবিননামা প্রকাশ করে শামীম হাসান সরকার ক্যাপশন জুড়েছেন ‘আলহামদুলিল্লাহ’। সেটা অল্প সময়েই হয়েছে ভাইরাল। সত্যি কী অহনার সঙ্গে বিয়ে করেছেন শামীম?

বিয়ে প্রসঙ্গে শামীম হাসান সরকার লম্বা হাসি দিয়ে বলছেন , ‘অনেকটা মজা করেই ফেসবুকে ছবিটি পোস্ট করেছি এর বেশি কিছু না। নতুন নাটকের ছবি এটি। নাটকটির একদিনের শুটিং শেষ করেছি আমরা। ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হওয়ার সম্ভবনা রয়েছে।’

গেল ছয় মাসে প্রায় ৩০টি নাটকে একসঙ্গে কাজ করছেন শামীম-অহনা। শুটিং ইউনিট সূত্রে জানা যাচ্ছে, শামীম-অহনা চুটিয়ে প্রেম করছেন। শুধু তা-ই নয়, দুজন একান্তেও সময় কাটাচ্ছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিয়ে,কাবিননামা,অহনা,শামীম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close