reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০২৩

ফের মুক্তি পাচ্ছে ‘দ্য কাশ্মির ফাইলস’

ছবি : সংগৃহীত

দু-তিন বছর ধরে বলিউড যেন উল্টা পথে চলেছে। যা ঘটছে সবই যেন ব্যতিক্রমী। হিন্দি ইন্ডাস্ট্রিকে আগে কেউ এমন পরিস্থিতিতে দেখেনি। ঘন ঘন বয়কটের ডাক উঠছে বলিউডের বিরুদ্ধে। বেশিরভাগ ছবিই ফ্লপ। তারমধ্যেই আশার আলো দেখিয়েছিল ‘দ্য কাশ্মির ফাইলস’। কেউ যখন বাজি ধরেইনি এই ছবির ওপরে, তখন কাশ্মির ফাইলসই কিন্তু কামাল করে দিয়েছিল। এটাও একরকম ব্যতিক্রম বটে।

অস্কারের ৯৫তম আসরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি। শুভেচ্ছার জোয়ারে ভাসছে ছবির গোটা টিম। তার মাঝেই আরও এক বড় ঘোষণা করলেন পরিচালক। এক বছর পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

একটি টুইটে বিবেক লিখেছেন, “আগামী ১৯ জানুয়ারি, কাশ্মিরি হিন্দু গণহত্যা দিবসে আবারও মুক্তি পেতে চলেছে ‘দ্য কাশ্মির ফাইলস’। এটাই প্রথম বার যখন এক বছরের মধ্যে কোনো ছবি দুবার করে মুক্তি পাচ্ছে। বড়পর্দায় যদি ছবিটি না দেখে থাকেন, তাহলে এখনি টিকিট বুক করুন।”

এবার ৩০১টি ছবির মধ্যে থেকে ৫ টি ছবি শর্টলিস্ট করেছে দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ‘দ্য কাশ্মির ফাইলস’সহ আরও কিছু হিন্দি ছবি শর্টলিস্ট হলো অস্কারের জন্য।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দ্য কাশ্মির ফাইলস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close