reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০২৩

মুক্তির আগেই বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সোনাক্ষীর দাহাড়

ছবি: সংগৃহীত

এ বছরই মুক্তি পাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হার অভিনীত ওয়েব সিরিজ ‘দাহাড়’। এমনকি মুক্তি পাওয়ার আগেই সমালোচক মহলে হইচই ফেলে দিয়েছে এ ওয়েব সিরিজটি। কারণ এ বছরই বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পাচ্ছে আসন্ন ‘দাহাড়’। যা বার্লিনে সেরা সিরিজের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে।

‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ ও ‘টাইগার বেবি’ প্রযোজিত ওয়েব সিরিজ ‘দাহাড়’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিন্‌হা ও বিজয় বর্মা। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গুলশান দেভাইয়া, সোহম শাহ। সিরিজ পরিচালনায় রয়েছেন ‘তলাশ’ খ্যাত পরিচালক রীমা কাগতী ও রুচিকা ওবেরয় এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন জোয়া আখতার ও রীতেশ সিধওয়ানি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার প্রথমে জোয়া আখতারই এ ওয়েব সিরিজের কথা জানান দেন। সেখানে তিনি লেখেন, প্রথম ভারতীয় ওয়েব সিরিজ ‘দাহাড়’, যার প্রিমিয়ার হতে চলেছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

এ ওয়েব সিরিজটিতে দেখা যাবে, ভারতের রাজস্থানের এক মফস্বলে একের পর এক মহিলার রহস্যমৃত্যু হচ্ছে। এটি নিছক আত্মহত্যা নাকি, ঠান্ডা মাথায় পরিকল্পিত সিরিয়াল কিলিং? ঠিক এ সময়েই এর রহস্যের উদ্‌ঘাটন করতেই এগিয়ে আসেন সাব-ইন্সপেক্টর অঞ্জলি ভাটি (সোনাক্ষী সিন্‌হা)।

প্রসঙ্গত, ‘দাহাড়’-এর মাধ্যমেই ওটিটির দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন সোনাক্ষী সিন্‌হা। যা এ বছরেই প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। বার্লিনে সেরা সিরিজের প্রতিযোগিতায় অংশ নেওয়া মোট সাতটি সিরিজের মধ্যে ‘দাহাড়’ অন্যতম। আটটি এপিসোডের এ সিরিজের প্রথম দুটি এপিসোড দেখানো হবে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আগামী ২২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে প্রতিযোগিতার ফলাফল।

সূত্র : আনন্দবাজার পত্রিকা অনলাইন

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনাক্ষী সিন্‌হা,দাহাড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close