reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২২

মাঝরাতে আলিয়ার আবদার পূরণ করলেন কে?

ছবি: সংগৃহীত

বিয়ের পরপরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। এই অবস্থায় নারীদেহে নানা পরিবর্তন ঘটে। মনন ও মানসিকতায়ও নানা পরিবর্তন দেখা দেয়। অদ্ভূত চিন্তাও মাঝেমাঝে মাথায় আসে।

অন্তঃসত্ত্বা অবস্থায় খাবারের রুচিতে পরিবর্তন আসে। আলিয়ার ক্ষেত্রেও তেমনটি হয়েছে।

হঠাৎ মাঝরাতে বিশেষ আবদার করে বসলেন নায়িকা। ঘুম থেকে উঠেই হঠাৎ পিৎজা খাওয়ার স্বাদ জাগে আলিয়ার। মুম্বাইয়ের কোথায় সেরা পিৎজা মেলে? সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রশ্ন রেখেছিলেন অভিনেত্রী। ভক্ত-শুভানুধ্যায়ীরা নানা মন্তব্য করলেও বলিউড অভিনেত্রী শিল্পা তার আবদার পূরণ করলেন।

রবিবাসরীয় সকালে সুস্বাদু পিৎজা পৌঁছে গেল ‘গঙ্গুবাই’-এর বাড়ি। গোটা দিন সুস্বাদু আমেজ। আলিয়া জানালেন, এত ভালো পিৎজা এর আগে কখনও খাননি। ভালবাসায় ভরিয়ে দিয়ে শিল্পাকে লিখলেন, ‘অনেক অনেক ধন্যবাদ তোমায়, এত সুস্বাদু একটা পিৎজা পাঠানোর জন্য। এটা আমার খাওয়া সেরা পিৎজা!’

উপহার পাওয়া সেই পিৎজার একটি ছবিও শেয়ার করেছিলেন আলিয়া। দেখা যায়, নানা পুষ্টিকর উপাদান উঁকি মারছে আধখাওয়া পিৎজা থেকে। খেতে খেতেই ছবিটি তুলেছিলেন উচ্ছ্বসিত আলিয়া।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিৎজা,বিয়ে,আলিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close