reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০২২

সাংবাদিকতায় পড়া শুরু করলেন দীঘি

ছবি: সংগৃহীত

একটি মোবাইল ফোন অপারেটরের বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন প্রার্থনা ফারদিন দীঘি। গত বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয় করে চিত্রনায়িকা হিসেবে অভিষেক করেন।

পর্দায় নিয়মিত কাজ করলেও পাশাপাশি পড়ালেখা চালিয়ে যেতে চান দীঘি। কলেজ সম্পন্ন করে এবার ইউনিভার্সিটির গণ্ডিতে পা রাখলেন তিনি। স্নাতক পড়ার জন্য ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৬ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন দীঘি।

অভিনেত্রীর বাবা সুব্রত বড়ুয়া বলেন, ‘অভিনয় তো নিয়মিত করেই যাবে। সেই সঙ্গে পড়ালেখাও চালিয়ে যাবে। পড়ালেখা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাদ দেয়া যায় না। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।’

এদিকে দীঘি জানিয়েছেন, আমি ফিল্ম রিলেটেড আরও জানতে চাই। এ বিষয়ে আরও জ্ঞানের প্রয়োজন আমার। সব মিলে মনে হয়েছে আমার জন্য মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ ভালো হবে। এ কারণেই এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়া।

দীঘি এর আগে রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফারদিন দীঘি,ইউল্যাব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close