reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০২২

আসছে স্পর্শিয়ার ফিরে দেখা

ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী হিসেবে দারুণ আলোচিত অর্চিতা স্পর্শিয়া। নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন তিনি।

সেই ধারাবাহিকতায় গত বছর তিনি অভিনয় করেছিলেন চিত্রনায়িকা রোজিনা পরিচালিত সরকারি অনুদানে সিনেমা ‘ফিরে দেখা’য়। যেটির সম্প্রতি সেন্সর ছাড়পত্র সম্পন্ন হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করেছেন এই তরুণ অভিনেত্রী।

এতে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, সিনেমায় খুব বেশি অভিনয় করি না আমি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে মাঝে মধ্যেই এই অঙ্গনে কাজ করি। রোজিনা আপা তার সিনেমার গল্প যখন শুনিয়েছেন, তখনই এতে অভিনয়ের আগ্রহ তৈরি হয়। শুটিংয়ের পর মনে হয়েছে যে, এটি একটি ভালো সিনেমা তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের গল্পের এই সিনেমাটি দর্শকের ভালো লাগবে বলে আমি মনে করছি।

এদিকে নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। গত ঈদে অনেক নাটকে তাকে অভিনয়ে দেখা যায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্পর্শিয়া,ফিরে দেখা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close