reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০২২

হুমকিদাতা গ্রেপ্তার, উরফি বললেন সুখবর

উরফি জাভেদ ও ধর্ষণের হুমকিদাতা

সোশ্যাল মিডিয়ায় আলোচিত-সমালোচিত উরফি জাভেদ ধর্ষণের হুমকি পাচ্ছেন। দীর্ঘদিন ধরেই এই হুমকি পাচ্ছেন তিনি। আর সোমবার (১৫ আগস্ট) সেই সব হুমকির কিছু স্ক্রিনশট সোশ্যালে শেয়ার করেন তিনি। সঙ্গে হুমকিদাতার ছবিও শেয়ার করেন এই মডেল-অভিনেত্রী।

উরফি সেই সময় জানিয়েছিলেন, গোরেগাঁও পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন তিনি। পাশাপাশি প্রশ্ন তুলেছিলেন, অভিযোগের পরও হুমকিদাতাকে কেন গ্রেপ্তার করেনি মুম্বাই পুলিশ। আর এই ঘটনার ২৪ ঘণ্টা পর মডেল নিজেই জানালেন, হুমকিদাতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন উরফি।

তিনি লিখেছেন, ‘সুখবর! এই লোকটি আমাকে শ্লীলতাহানি করেছিল এবং অবশেষে কারাগারে রয়েছেন তিনি। মুম্বাই পুলিশকে অনেক ধন্যবাদ।’

মঙ্গলবার (১৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মডেল উরফি যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওবোদে আফ্রিদি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রেপ্তার,উরফি,হুমকি,ধর্ষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close