reporterঅনলাইন ডেস্ক
  ১১ আগস্ট, ২০২২

ভাইকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সোনম

ছবি: সংগৃহীত

প্রযোজক-পরিচালক করণ জোহরের আলোচিত শো 'কফি উইথ করন' এর সপ্তম সিজনের পাঁচটি এপিসোড প্রচার হয়েছে।

বিতর্কিত মন্তব্য করে প্রায় প্রতিটি এপিসোডেই আলোচনার জন্ম দিয়েছেন তারকা অতিথিরা। আলোচনায় সবাইকে ছাড়িয়ে গেলেন অভিনেত্রী সোনম কাপুর।

রাখি পূর্ণিমা উপলক্ষে সম্প্রতি প্রকাশ হওয়া ৬ষ্ঠ এপিসোডের টিজারে এই শোয়ে হাজির হয়েছিলেন ভাই-বোন জুটি সোনম কাপুর ও অর্জুন কাপুর। টিজারে দেখা যায়, অন্তঃসত্ত্বা সোনমের পরনে কালো রঙের গাউন আর অর্জুনের পরনে বাদামি রঙের জ্যাকেট। একই কাউচে পাশাপাশি বসেছিলেন দুই ভাই-বোন।

করণ জোহর সোনম কাপুরকে জিজ্ঞাসা করেন, 'তোমার ক'জন বান্ধবীর সঙ্গে শুয়েছে অর্জুন?' উত্তরে সোনম বলেন, 'এই বিষয়ে বিশেষ কথা বলতে চাই না। তবে আমার তিনজন বান্ধবী যা ঘটিয়েছে তাতে কেউই বাদ নেই।' সোনমের উত্তর শুনে লজ্জায় লাল হয়ে যান অর্জুন। অন্যদিকে অনিল কন্যার এমন জবাব শুনে হাসতে থাকেন করন জোহর।

সোনম কাপুরের চাচাতো ভাই অর্জুন কাপুর। এবারই প্রথম নয়, এর আগেও 'কফি উইথ করন' অনুষ্ঠানে এসে বেঁফাস মন্তব্য করেছিলেন সোনম কাপুর। সে সময় রণবীর কাপুরকে সবচেয়ে খারাপ প্রেমিকের তকমা দেন সোনম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করণ জোহর,সোনম,কফি উইথ করন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close