reporterঅনলাইন ডেস্ক
  ০২ আগস্ট, ২০২২

ভেঙে পড়েছেন দিয়া মির্জা

ছবি: সংগৃহীত

প্রিয়জন হারিয়ে শোকস্তব্ধ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা। তার পরিবারের অন্যতম সদস্য না ফেরার দেশে চলে গেছেন। অভিনেত্রী নিজেই সে কথা সোশ্যাল মিডিয়ায় ভারাক্রান্ত হৃদয়ে জানিয়েছেন।

দিয়া মির্জা জানান, তার ভাইয়ের মেয়ে মারা গেছেন। ভাইয়ের মেয়ে হলেও তিনি তাকে নিজের মেয়ের মতোই আদর-স্নেহ করতেন। দিয়া বলেছেন, ‘আমার ভাইঝি, আমার সন্তান, আমার জান, না ফেরার দেশে চলে গেল। আশা করি তুই শান্তি আর ভালোবাসা খুঁজে পাবি। যেখানেই থাকিস, তুই সবসময় আমাদের মুখে হাসি ফুটিয়েছিস। ওপারটাও আলোয় ভরিয়ে রাখিস তোর নাচে, হাসিতে আর গানে।’

ইনস্টাগ্রামে ভাইঝির একটি প্রাণোচ্ছল ছবি শেয়ার দিয়ে কথাগুলো বলেছেন দিয়া মির্জা। ওই পোস্টে অনেকেই অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে দিয়ার ভাইঝির আত্মার শান্তি কামনা করেছেন।

সুনীল শেঠি, অর্জুন রামপাল, বোমান ইরানি, সোনি রাজদান, গওহর খান, এশা গুপ্তাসহ আরও অনেক তারকা দিয়া মির্জাকে সমবেদনা জানিয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিয়া মির্জা,ইনস্টাগ্রাম,অর্জুন রামপাল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close