reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০২২

পুষ্পা টু : আল্লুর সঙ্গে অভিনয় করবেন বিদেশি নায়িকাও

‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্টে একটি দৃশ্যে আল্লু অর্জুন

আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষদিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে, পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

‘পুষ্পা: দ্য রাইজ’-এ জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। খুব শিগগির সিনেমাটির দ্বিতীয় পার্টের শুটিং শুরু করবেন তারা। সিনেমাটির দ্বিতীয় পার্টেও অভিনয় করবেন রাশমিকা-আল্লু অর্জুন। রাশমিকার পাশাপাশি সিনেমাটিতে একজন বিদেশি নায়িকাও অভিনয় করবেন!

একটি সূত্র টলিউড ডটনেটকে জানায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় ‘পুষ্পা টু’ সিনেমার কিছু অংশের শুটিং করার পরিকল্পনা করেছেন পরিচালক। সেটা সিঙ্গাপুর কিংবা তাইওয়ানে হতে পারে। আর এই অংশে বিদেশি একজন নায়িকা ‘পুষ্পা রাজ’ (আল্লু অর্জুন)-এর সঙ্গে থাকবেন।’

তবে কে অভিনয় করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও দেননি সিনেমা সংশ্লিষ্টরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুষ্পা: দ্য রাইজ,আল্লু অর্জুন,সিনেমা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close