reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০২২

আবারো নতুন ব্যবসা দিয়ে চমকে দিলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া ও মনীশ গোয়াল। ছবি : সংগৃহীত।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিয়ের পর যুক্তরাষ্ট্রের বাসিন্দা। যিনি সুযোগ পেলেই ভক্তদের চমকে দেন।

গত বছর বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। নিউ ইয়র্কে 'সোনা' নামে একটি রেস্তোরাঁ খোলেন তিনি। বিদেশের মাটিতে ভারতীয় খাবারের স্বাদ মেলে তার এই রেস্তোরাঁয়।

চলতি বছর আরো এক নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন দেশি গার্ল। মার্কিন যুক্তরাষ্ট্রে ‘সোনা হোম’ নামে একটি নতুন হোমওয়্যার লাইন চালু করলেন প্রিয়াঙ্কা।

যুক্তরাষ্ট্রের বাড়িতে ভারতীয় ঐতিহ্যের একটি অংশ তুলে ধরার চেষ্টা করেছেন ‘সোনা হোম’য়ের সঙ্গে এমনটি দেখা গেলো ইন্সটাগ্রামে শেয়ার করা ভিডিওতে।

গায়ক-অভিনেতা নিক জোনাসকে বিয়ের পর এবং কাজের জন্য বিদেশেই থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা। দ্বিতীয় বাড়ি তৈরি করা তার পক্ষে কীভাবে চ্যালেঞ্জিং ছিল সেই সম্পর্কেও কথা বলেন তিনি।

অভিনেত্রী তথা উদ্যোগতা প্রিয়াঙ্কার মতে, ‘বাজারজাতের দিন (লঞ্চ ডে) এসেছে! আপনাদের সকলের সঙ্গে ‘সোনা হোম’-এর পরিচয় করাতে পেরে আমি গর্বিত।’ সোনা হোমের সহ-প্রতিষ্ঠাতা মনীশ গোয়ালের সঙ্গে হোমওয়্যার লাইনের সামান্য ঝলক শেয়ার করেছেন দেশি গার্ল। প্রিয়াঙ্কা জানান, তার এই হোমওয়্যার লাইনে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের ছোঁয়া রয়েছে।'

নতুন উদ্যোগ সম্পর্কে প্রিয়াঙ্কা জানান, ‘ভারতে আমাদের সংস্কৃতির মধ্যে অন্যতম হল পরিবার, সম্প্রদায়, মানুষকে একত্রিত করছে এবং এটাই আমার কাছে সোনা হোমের নীতি।’

মনীশ বলেছেন, ‘আমরা চাই বিষয়টা মজাদার হোক, যখন আমরা কোনো পার্টি করি কিংবা একত্রিত হই। আমাদের বন্ধু বা পরিবারের সঙ্গে যখনই সময় কাটাবো সেইটা সংস্কৃতি এবং ঘরোয়া রাখতে চাই।’

আমেরিকায় বসবাস শুরুর পর অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ভারত থেকে আমেরিকায় এসে একে নিজের দ্বিতীয় বাড়ি বানিয়ে নিয়েছি আমি। আমার যাত্রাপথে আরো এক পরিবার হয়েছে। প্রচুর বন্ধুবান্ধব হয়েছে। কিন্তু, সবসময় আমি নিজের মধ্যে ভারতবর্ষকে ধরে রেখেছি।’

নিজের নতুন উদ্যোগ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা নিক জোনাস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রিয়াঙ্কা চোপড়া,মনীশ গোয়াল,সোনা হোম,হসপিটালিটি ইন্ডাস্ট্রি,যুক্তরাষ্ট্র
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close