reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০২২

বাবা দিবসে মুখ খুললেন অজয়

‘নেট দুনিয়া ছেড়ে আমারই পালানোর উপায় নেই, ছোটরা কীভাবে পারবে’

মেয়ের সঙ্গে অজয় দেবগান

কোটি কোটি ভক্তের কাছে তিনি তারকা। তবে নিজের ঘরে তো তিনি আগে একজন বাবা। বিশ্ব বাবা দিবসে তা নিয়েই সরব হলেন অজয় দেবগান। বললেন, বাবা হিসেবে তিনি নিজেই সোশ্যাল মিডিয়া থেকে পালাতে পারেননি। ছেলেমেয়েদের শেখাবেন কী!

অভিনেতার মতে, আগের মতো কড়া শাসনে ছেলেমেয়েদের বড় করার দিন শেষ হয়েছে। এখনকার বাবা-মায়েদের উচিত বন্ধুর মতো সন্তানের পাশে থাকা। ভালো অভিভাবক হয়ে ওঠা তাই এখন রীতিমতো মনোযোগ দিয়ে শেখার। ছেলেমেয়েদের খেয়ালও রাখতে হবে, আবার বন্ধুও হয়ে উঠতে হবে তাদের।

৫৩ বছর বয়সী অভিনেতা জানান, মেয়ে নায়সা আর যুগকেও তিনি বুঝেশুনে শাসন করেন। নায়সার ছবি হরদম নেটমাধ্যমে ঘুরে বেড়ায়। মেয়ের প্রচারের আলোয় আসা নিয়ে তো বাধা দিতে পারেন না তিনি। তবে অজয়ের কথায়, যখন যুগ বদলায়, আপনি কিছুই করতে পারবেন না। নেটমাধ্যমই এখন সমাজকে নিয়ন্ত্রণ করছে। এর থেকে পালানোর উপায় কী! আমার সন্তানদের ক্ষেত্রেই বা ব্যতিক্রম হবে কীভাবে?’

এ প্রজন্মের সমস্ত নেট ব্যবহারকারীর উদ্দেশে অজয়ের বার্তা, নিজে ঠিক থাকো। ঠিকমতো মানুষ হও। নিজেকে নিয়ে নিজের গর্ব যেন অটুট থাকে। সেই সঙ্গে সবাইকে সম্মান করতে শেখো।

এভাবে চললে নেট দুনিয়াকেও ভালোভাবে ব্যবহার করা যায় বলে অভিমত তার। সূত্র : আনন্দবাজার

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Ajay Devgn,বাবা দিবস,অজয় দেবগান,বলিউড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close