reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০২২

আবারো একসঙ্গে সিদ্ধার্থ-কিয়ারা

ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডভানি বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই এক সঙ্গে দেখা গেল তাদের।

সম্প্রতি মুম্বাইয়ে ‘ভুল ভুলাইয়া টু’ সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। তারই একটি ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, পরস্পরকে আলিঙ্গন করছেন কিয়ারা-সিদ্ধার্থ। তারপর খোশ গল্পে মেতে ওঠেন দুজনে। বিচ্ছেদ গুঞ্জনের ১ মাস পর কিয়ারা-সিদ্ধার্থ প্রথমবার জনসম্মুখে হাজির হলেন।

দুজনের ঘনিষ্ঠ সূত্র জানান, ‘কিয়ারা-সিদ্ধার্থ কখনো আলাদা হননি। বিচ্ছেদের এই গুঞ্জন তাদেরকে আনন্দ দিয়েছে। তারা একসঙ্গেই রয়েছেন।’

সিদ্ধার্থ-কিয়ারার প্রেম নিয়ে বলিউডে বহু চর্চা হলেও তা অস্বীকার করেছেন তারা। দুজনের প্রেম কাহিনি বলিপাড়ায় ওপেন সিক্রেট। একসঙ্গে লাঞ্চ ডেটে, একে অপরের বাড়িতে যাওয়া থেকে মালদ্বীপ ভ্রমণ সবই করেছেন। সূত্র : ইন্ডিয়া টুডে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বলিউড,সিদ্ধার্থ মালহোত্রা,কিয়ারা আডভানি,প্রেম,বিচ্ছেদ গুঞ্জন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close