reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০২২

ঠোঁট নিয়ে কটাক্ষের শিকার ঐশ্বরিয়া

আবারও ঠোঁট-বিতর্কে ঐশ্বরিয়া রাই। ফাইল ছবি

ঐশ্বরিয়া রাই ‘কান’-এ লাল গালিচা হাঁটবেন আর তাঁর ঠোঁট নিয়ে কথা উঠবে না, তা-ও কি হয়? এ যেন বরাবরের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। ২০১৬-এর কান চলচ্চিত্র উৎসবে বেগুনি লিপস্টিক পরে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন অভিষেক-ঘরনি। মানুষের অস্বস্তির কারণ সে বারেও স্পষ্ট ছিল না, এবারও বোঝা গেল না। ২০২২ কান চলচ্চিত্র উৎসবেও ঠোঁট নিয়ে কটাক্ষের শিকার হলেন ‘তাল’-এর নায়িকা।

শুধু তা-ই নয়, ঐশ্বরিয়ার চেহারা নিয়েও কথা উঠল। আবার কি অন্তঃসত্ত্বা অভিনেত্রী? মন্তব্যের বন্যা বইল সে নিয়েও।

গত সোমবারই ভারতের মুম্বাইয়ের বিমানবন্দর থেকে সপরিবারে বিমান ধরেছিলেন অভিনেত্রী। ছোট্ট আরাধ্যার চুলের ছাঁট নিয়ে একাধিক কড়া কথা ভেসে উঠেছিল সে দিনই। নেটমাধ্যমে অনেকেই বলেছিলেন, মেয়ের জন্মের পর থেকেই একই চুলের ছাঁট, বিয়ে অবধি এটাই থাকবে নাকি?

তার দুদিন যেতে না যেতেই চর্চায় ঐশ্বরিয়ার লাল গালিচার সাজ। ঝলমলে গোলাপি গাউনে মোহময়ী ঐশ্বরিয়া তার স্বামী ও কন্যার সঙ্গে পোজ দিচ্ছিলেন। সেই ছবি দেখেই ফের মন্তব্য ভেসে এলো নেট দুনিয়ায়, ‘ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন মনে হচ্ছে!’ আর এক দলের দাবি, ‘ঐশ্বর্যাকে দেখে মনে হচ্ছে আবার অন্তঃসত্ত্বা!’

যদিও ‘কান ২০২২’ থেকে একের পর এক ছবি সামনে আসছে। তাতে দিব্যি ভিনদেশি তারকাদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন অভিনেত্রী। আরাধ্যাও হলিউডের খুদে তারকাদের সঙ্গে ছুটোছুটি করে চলেছে। সূত্র : আনন্দবাজার

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঠোঁট,প্লাস্টিক সার্জারি,ঐশ্বরিয়া,কটাক্ষ,কান চলচ্চিত্র উৎসব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close