reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মে, ২০২২

কান উৎসবে অনন্ত-বর্ষার দুটি সিনেমা

ছবি : সংগৃহীত

তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন। ৭৫তম আসরে তারা গেলেন ‘দিন: দ্যা ডে’ ও ‘নেত্রী: দ্যা লিডার’ ছবি দুটি নিয়ে।

আয়োজনে অংশ নিয়ে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন তারা। এই তারকা দম্পতির ছবি উৎসাহের সঙ্গে তুলতে দেখা যায় বিদেশি সাংবাদিকদের।

এছাড়া ভক্তদের সেলফির আবদারও রাখতে দেখা যায় অনন্ত-বর্ষাকে। অনন্ত জলিলের ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, গাঢ় সবুজ স্যুটে অনন্ত আর সঙ্গে লাল গাউনে বর্ষা নজর কাড়ছেন সবার।

সোমবার (১৬ মে) কানের উদ্দেশে ঢাকা ছাড়েন অনন্ত-বর্ষা। মূলত সেখানে ‘দিন: দ্যা ডে’ ও ‘নেত্রী: দ্যা লিডার’ সিনেমার ট্রেলার দেখানো হবে। ট্রেলার দেখে আগ্রহী সিনেমা ব্যবসায়ীরা তাদের দুটি সিনেমা কিনে নেবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনন্ত জলিল,কান চলচ্চিত্র উৎসব,দিন: দ্যা ডে,নেত্রী: দ্যা লিডার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close