reporterঅনলাইন ডেস্ক
  ১১ মে, ২০২২

বলিউডে গিয়ে সময় নষ্ট করতে চাই না: মহেশ বাবু

ছবি : সংগৃহীত

ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার মহেশ বাবু। একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে নিজের বিপুল জনপ্রিয়তা তৈরি করে নিয়েছেন। সুদর্শন এই তারকা বলিউডে কাজ করেন না কেন? কখনো কি হিন্দি সিনেমায় কাজের প্রস্তাব পাননি? নাকি তিনি নিজেই আগ্রহী নন?

এসব প্রশ্ন ভক্তদের মনে ঘুরপাক খায়। এবার মহেশ বাবু পরিষ্কার করে বললেন কেন তাকে বলিউডের সিনেমায় দেখা যায় না। তিনি বলেন, ‘বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, আমাকে নেওয়ার সামর্থ্য নেই তাদের। তাই ওখানে গিয়ে আমিও সময় নষ্ট করতে চাই না।’

মহেশ বাবু মনে করেন, তিনি দক্ষিণী সিনেমায় কাজের সুবাদে যে সুনাম ও খ্যাতি পেয়েছেন, সেটাই তার জন্য যথেষ্ঠ। তাই অন্য কোথাও যেতে চান না। সম্প্রতি ‘আদিভি সেশের মেজর’ নামের একটি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা বলেছেন তিনি।

হিন্দি সিনেমার অনেক প্রস্তাব পেয়েছেন বলেও জানান মহেশ বাবু। কিন্তু সেগুলো ফিরিয়ে দিয়েছেন। তার ভাষ্য, ‘হিন্দি সিনেমার করার প্রস্তাব অনেক পেয়েছি, কিন্তু আমি মনে করি না তারা আমার ওজন বুঝতে পারবেন। আমি এমন ইন্ডাস্ট্রিতে কাজ করব কেন! স্টারডম এবং যে সম্মান দক্ষিণে পাই তা অনেক বড়, তাই আমি সত্যিই আমার জায়গা ছেড়ে অন্য কোনও ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিনি। দক্ষিণী সিনেমাই আমার ভালোবাসা। এখানেই অন্তরের টান খুঁজে পাই।’

এদিকে আগামী ১২ মে মুক্তি পেতে চলেছে মহেশ বাবুর নতুন সিনেমা ‘সরকারু ভারি পাটা’। এতে তার নায়িকা হিসেবে আছেন কীর্তি সুরেশ। ধারণা করা হচ্ছে, দক্ষিণ ভারতে সিনেমাটি রেকর্ড পরিমাণ ব্যবসা করতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মহেশ বাবু,বলিউড,সরকারু ভারি পাটা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close