reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২২

আজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। প্রতিবারের মতো এবারও রাজধানীর তেজগাঁওয়ে এফডিসি প্রাঙ্গণে হবে এই নির্বাচন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবার দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর মধ্যে রয়েছে কাঞ্চন-নিপুণ পরিষদ ও মিশা-জায়েদ পরিষদ। জয়ের ব্যাপারে আশাবাদী দুই পক্ষই।

চলতি মাসের শুরু থেকে এই নির্বাচনকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস দেখা গেছে। নিস্তব্ধ এফডিসি হয়ে উঠে সরগরম। মুখর ছিল শিল্পীদের পদচারণায়। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৪শ ২৮ জন।

বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান আবারও একই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের বিপরীতে নতুন প্যানেল হয়ে এসেছে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে নিপুণ। স্বতন্ত্রসহ মোট ৪৪ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।

এদিকে শিল্পী সমিতি থেকে বাদ পড়া ১শ ৮৪ জনের মধ্যে ১শ ৩ জনের সদস্যপদ আদালত ফিরিয়ে দিয়েছেন বলে দাবি অনেকের। তবে ভোট দিতে পারছেন না তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএফডিসি,বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা,বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি,নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close