reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২২

নতুন ছবিতে আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি বক্স অফিস উপচে পড়েছে। দেড় মাস হয় ছবিটি মুক্তি পেয়েছে। মহামারির মধ্যে একমাত্র ৩০০ কোটির রেকর্ড গড়েছে ‘পুষ্পা’।

সেই সুবাদে নায়ক আল্লু অর্জুনও ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় সবচেয়ে দামি অভিনেতা হতে চলেছেন।

দক্ষিণী পরিচালক আতলির পরবর্তী ছবিতে আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে নায়ককে। যা দিয়ে বড় বাজেটের একটি ছবি বানানো যাবে।

শোনা গেল, তার পারিশ্রমিক ১০০ কোটি টাকা। প্রযোজনা সংস্থা সিনেমাটিতে অভিনয়ের বিনিময়ে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে অল্লুকে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পরে অল্লুর ইনস্টাগ্রাম প্রোফাইলের অনুগামীর সংখ্যাও বেড়ে গেছে। তার পারিশ্রমিকের মতোই। অনুগামী সংখ্যা দেড় কোটি হওয়াতে ইনস্টাগ্রামে বিশেষ পোস্ট করেছিলেন তেলুগু সুপারস্টার। সূত্র : আনন্দবাজার

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আল্লু অর্জুন,পুষ্পা: দ্য রাইজ,ভারতীয় চলচ্চিত্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close