reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০২২

টলিউড

পুতুলনাচের ইতিকথা সিনেমায় জয়া আহসান

বাংলাদেশি নায়িকা জয়া আহসান। ফাইল ছবি

ভাবনাচিন্তা চলছিল সেই ২০০৮ সাল থেকে। কিন্তু উপন্যাসের স্বত্ব এবং বাজেট-সংক্রান্ত জটিলতার কারণে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে সিনেমা করার ইচ্ছে তখন বাস্তবায়িত হয়নি। নতুন বছরে সেই ইচ্ছাকেই রূপ দিতে চলেছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়।

পাঁচ বছর পরে ফের ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ছবি পরিচালনা করতে চলেছেন তিনি। ছবিতে মূল উপন্যাসের নামটাই রাখছেন পরিচালক। প্রধান চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়, বাংলাদেশি নায়িকা জয়া আহসান, পরমব্রত চট্টোপাধ্যায়কে। অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়।

ছবিটির পরিচালক সুমন মুখোপাধ্যায়

সুমনের কথায়, এই ছবিটার জন্য দুটো জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা এবং বড় বাজেট। ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে। প্রযোজক সমীরণ দাস (ক্যালাইডোস্কোপ) বাজেটের বিষয়ে আমাকে নির্ভার করেছেন। এই ছবির শুটিং শিডিউল ২৫ দিনের, যেটা বাংলা ছবিতে এখন দেখা যায় না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুতুলনাচের ইতিকথা,সিনেমা,জয়া আহসান,বাংলা ছবি,সুমন মুখোপাধ্যায়,টলিউড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close