reporterঅনলাইন ডেস্ক
  ২৭ নভেম্বর, ২০২১

সিমলার নিষিদ্ধ ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়ল দর্শক! 

ছবি : সংগৃহীত

সেন্সর বোর্ডের কাছ থেকে ছাড়পত্র নয় বরং সিমলার সিনেমাটি পেয়েছে নিষিদ্ধের তকমা! নামও মানানসই, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। এতে অভিনয় অভিনয় করেছেন সিমলা ও মামুন।

তরুণ নির্মাতা রুবেল আনুশ দীর্ঘ ৭ বছর ধরে নানা সংগ্রামের পর সিনেমাটির কাজ শেষ করেন। প্রথম থেকেই এটির নাম ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির কারণে মাঝে নাম বদলে রাখা হয় ‘প্রেম কাহন’। এরপরও সিনেমাটিকে নিষিদ্ধ করে বোর্ড।

এরপর আর কিছু না ভেবে ইউটিউবেই নিজের প্রথম সিনেমা মুক্তি দিয়ে দিলেন রুবেল আনুশ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) লাইভ রেডিও নামক ইউটিউব চ্যানেলে সিনেমাটি উন্মুক্ত করা হয়। এরপরই দর্শকের ভিড় লেগেছে চ্যানেলটিতে। এরই মধ্যে ৭১ হাজারের বেশি ভিউ হয়েছে এতে। ধারণা করা হচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যেই লক্ষ ভিউ পেরিয়ে যাবে!

পরিচালক রুবেল বলেন, আশা তো ছিল সিনেমাটি মানুষদের সিনেমা হলে দেখাবো। এখন যেহেতু সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে, তাই ইউটিউবেই মুক্তি দিলাম। সেখানে যেভাবে দর্শকদের সাড়া পাচ্ছি, তা আমরা কেউই আশা করি নাই। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।

ইউটিউবে সিনেমাটি দেখে নানারকম মন্তব্য করছেন দর্শকরা। মেহেদী হাসান জোয়ার্দার নামে এক দর্শক লিখেছেন, ‘আমি যখন ক্লাস সেভেনে পড়তাম, মানে ২০১৪ সাল থেকে এই নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমাটি দেখতে উৎসুক ছিলাম। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। ভালোবাসা ও অভিনন্দন টিমের জন্য।

কিছুটা সমালোচনার সুরে দর্শক আহসান লিখেন, গল্প খুবই ভাল। এক গল্প থেকে আরেক গল্পে সুইচ করাটা খুবই স্মার্ট ছিল। সেন্সরবোর্ড কেটে দেয়া বোল্ড দৃশ্যগুলো কেটে দেয়ার কোন কারণ খুজেঁ পেলাম না। বেশ কিছু জায়গায় ক্যামেরার কাজ ভাল ছিল। কিছু জায়গায় মনে হয়েছে নাটকের ফ্রেমিং। কিন্তু ক্লোজ ট্রিটমেন্ট মূলত না থাকাটা অস্বস্তিকর ছিল। পারফরমারদের ইমোশন, এক্সপ্রেশন কিছুই বোঝা যায়নি। শুভকামনা নবীন এই নির্মাতাকে। আশা করছি আগামীতে আরো ভাল কাজ হবে।

উল্লেখ্য, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজনায় রেড পিকচার্স। এতে সিমলা ও মামুন ছাড়া আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, নোভাই নোভিয়া, মুনমুন আহমেদ মুন, আকাশ মেহেদি, একে আজাদ সেতু, শিমুল খান প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিনেমা,সেন্সর বোর্ড,নিষিদ্ধ প্রেমের গল্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close