reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০২১

অভিনয়ের খাতিরে 'অপছন্দের' খাবার খেলেন সোহিনী! 

ছবি : সংগৃহীত

রাস্তার মুখরোচক স্ট্রিট ফুড কার না ভালো লাগে। ফুচকা, ঝালমুড়ি, আলু কাবলি, আচার এগুলোর যেন জুড়ি মেলা ভার। কিন্তু টালিউড অভিনেত্রী সোহিনী সরকারের একদম অপছন্দের খাবার এগুলো! কি,চমকে গেলেন?

এমনটাই তিনি জানালেন এক সংবাদমাধ্যমে। সম্প্রতি 'মন্দার' নামের একটি সিরিজে তাকে কদবেল মাখা খেতে হয়েছিল বলে তিনি জানান। তিনি বলেন, ওই দৃশ্যে একেবারেই চরিত্রের জন্য চেটেপুটে কদবেল মাখা খেতে হচ্ছিল। তবে টক জিনিস কিন্তু একটা নেশার মতো। একবার খেতে শুরু করলে থামা যায় না। তখন অনেকটাই খেয়ে ফেলেছিলাম। এখন কিন্তু নিজে থেকে আর এ সব খাব না।ভালই লাগে না।

তাই বলে কি সোহিনী বান্ধবীদের আড্ডাতেও এগুলো খেতেন না! সোহিনী বলেন, আমি কখনোই আলু কাবলি, ফুচকা ভালবাসিনি। অনেক সময় বন্ধুরা জোর করলে খাই। বা আউটডোরে কেউ আচার নিয়ে আসে,তখন একটু খাই। এর বাইরে কখনওই এসব খাবারের প্রতি আমার কোনও টান নেই।

সোহিনী জানান, তিনি আজ থেকে নয় বরং আগাগোড়াই স্রোতের উল্টো দিকে হাঁটেন!

তবে মন্দার সিরিজে বেশ প্রশংসিত হয়েছে সোহিনীর অভিনয়। কিন্তু ভক্তদের মনে আজো তিনি 'ওগো বধু সুন্দরীর' মিষ্টি হাসির দোলন হিসেবেই আছেন। সূত্র: আনন্দবাজার

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টালিউড,সোহিনী সরকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close