reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০২১

এবার অন্যরকম পুরস্কার পেলেন জয়া

পশুপ্রেমের জন্য সম্মাননায় ভূষিত জয়া আহসান

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অনেক সম্মাননা পেয়েছেন। এবার পশুপ্রেমের জন্য ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত হলেন এই শিল্পী।

গত শনিবার সন্ধ্যায় নগরীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পশুপ্রেমের জন্য সম্মাননা পেয়ে আনন্দিত জয়া আহসান।

এ অভিনেত্রী বলেন, আমি পুরস্কৃত হচ্ছি, এজন্য আনন্দিত নই। বরং অসাধারণ এই উদ্যোগের জন্য আনন্দ হচ্ছে। এটা প্রাণীপ্রেমীদের মনে উৎসাহ জোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

জয়া আহসানসহ মোট ১১ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। অন্যরা হলেন প্রাণবিক প্রজন্মে মো. আবু বকর সিদ্দিক (পথপ্রাণী উদ্ধারকর্মী), পথে পথে প্রাণ রক্ষায় রাজশাহীর সুধা রানী এবং ঢাকার প্রেসী পুষ্পিতা সরকার। প্রাণবিক প্রাণী চিকিৎসক ডা. ফাতিহা ইমনুর ইমা, গণমাধ্যমে প্রাণবিকতায় প্রবীর কুমার সরকার, ভেটেরিনারি শিক্ষা ও চিকিৎসায় প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ, জনস্বাস্থ্য ও পথপ্রাণী রক্ষায় বেনজির আহমেদ, প্রাণবিক বন সংরক্ষক মোল্যা রেজাউল, প্রাণবিক নগরপিতা আতিকুল ইসলাম এবং বিশেষ মরণোত্তর সম্মাননা দেওয়া হয় রেশাদ কামালকে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা, শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ। পশুদের নিয়ে কাজ করে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)। প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করল সংগঠনটি। গত ৪ অক্টোবর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। করোনা সংকটের কারণে কিছুটা বিলম্বে সম্মাননা স্মারক প্রদান করা হলো।

করোনা সংকট শুরুর পর করোনার সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয় সরকার। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁও ছিল বন্ধ। এতে করে খাবারের উচ্ছিষ্ট অংশ তৈরি হতো না। যার জন্য রাস্তার পশুগুলো অনাহারে থেকেছে। ওই সময়ে শহরের পথে পথে ঘুরে বেড়ানো বেশ কিছু কুকুরের জন্য খাবারের ব্যবস্থা করছিলেন জয়া আহসান। যা সবার নজর কেড়েছিল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জয়া আহসান,পশুপ্রেম,সম্মাননা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close