reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০২১

বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য

‘সে সময় নায়িকা মানেই কুমারী হতে হতো’

মহিমা চৌধুরী

সাল ১৯৯৭ থেকে ২০২১। মাঝে ২৪ বছরের ব্যবধান। বলিউডের এ কাল সে কাল কেমন?

সম্প্রতি মুখ খুললেন মহিমা চৌধুরী। সুভাষ ঘাইয়ের ‘পরদেশ’ ছবির নায়িকা ‘স্পষ্টভাষী’। বলিউড সংবাদমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার দাবি, ‘আগে ধারণা ছিল, নায়িকা মানেই কুমারী হতে হবে। কোনো পুরুষ তাকে ছুঁতে পারবে না। তবেই বলিউড তাকে নায়কের বিপরীতে অভিনয়ের সুযোগ দেবে। পুরোনো বলিউড এতটাই গোঁড়া ছিল!’

দুই যুগ পেরিয়ে সেই বলিউডের পালেও নাকি আধুনিকতার হাওয়া! মহিমার কথায়, এখন নায়িকারা জোরালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি, নানা সংস্থার প্রচার মুখও হতে পারছেন। বলিউডে প্রচুর পরিবর্তন। তিনি খুশি।

নায়িকাদের কথা প্রসঙ্গে স্বাভাবিকভাবেই উঠে এসেছে ইন্ডাস্ট্রিতে নায়কদের অবস্থানও। ‘ধড়কন’ ছবির ‘শীতল’-এর কটাক্ষ, নায়করা বিবাহিত কিনা, দর্শকরা খোঁজই রাখেন না! উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর কথা। প্রথম ছবিতে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল বিবাহিত আমির খানকে! অভিনেতার অনুরাগীরা দীর্ঘদিন বিষয়টি জানতেনই না। অথচ, একজন নায়িকা কারোর সঙ্গে ডেট করলেই তার প্রতি আগ্রহ হারাত বলিউড। বিয়ে করে ‘মা’ হলে কথাই নেই। টিনসেল টাউন মুখের ওপরে দরজা বন্ধ করে দিত।

এখন নায়কদের প্রায় কাছাকাছি পারিশ্রমিক পান নায়িকারা। কোনো কোনো ছবিতে তাদের পারিশ্রমিক ছাপিয়ে যায় পুরুষ অভিনেতাদের পারিশ্রমিককে। ফলে, তাদের পায়ের তলার মাটি শক্ত হচ্ছে। তারাও তাদের ইচ্ছে-অনিচ্ছের কথা জানাতে পারছেন। পাশাপাশি, ‘নায়িকা’ তকমা সরেছে। ইদানিং সবাই অভিনেত্রী। মহিমার মতে, ‘এই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক। এতে কাউকে আর কোনো নির্দিষ্ট গণ্ডিতে বেধে দেওয়া হচ্ছে না।’ খবর আনন্দবাজারের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বলিউড,মহিমা চৌধুরী,নায়িকা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close