reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২১

অভিনেতা নয়, কাহিনীকার জিত পেলেন আন্তর্জাতিক সম্মান

অভিনয়, প্রযোজনার পাশাপাশি এইবার অন্য এক পরিচয়ে পরিচিত হলেন জনপ্রিয় টালিউড অভিনেতা জিত কাহিনীকার হিসেবে তৈরি করলেন স্বল্পদৈর্ঘ্য ছবিহরে কৃষ্ণআর তাতেই মাত।

১১ মিনিটের সামান্য বেশি সময় দৈর্ঘ্যের ছোট ছবিহরে কৃষ্ণ’- তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক সম্মানহরে কৃষ্ণ পরিচালক হিন্দোল চক্রবর্তী জানিয়েছেন, কান চলচ্চিত্র উৎসবে সেরা ভারতীয় ছবির শিরোপা নিয়েছে এই ছবি ভারত থেকে পাঁচটি ছবি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল

প্রবীণ, খ্যাতনামা পরিচালক হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোলের দাবি, মুক্তি পাওয়ার পরেই সব শ্রেণির দর্শক উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেছেন ছবিটির পরিচালক বলেন, সমাজকে বার্তা দেবে জিতের এই ছবি

জন্মাষ্টমীর দিন জিতের প্রথম ছোট ছবি মুক্তি পেয়েছিল জিত ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেইনমেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তির আগে এক ভিডিও বার্তায় জিত জানিয়েছেন, অনেক সময় ছোট ছোট কাজ অনেক বড় বার্তা পৌঁছে দেয় ছোট ছবির মাধ্যমে বড় কথা বলার চেষ্টা করব

হরে কৃষ্ণছবির পটভূমিকায় রয়েছে জিতের পুরনো পাড়া পাড়ার এক দল ছেলে প্রতিবেশী এক প্রবীণ ভদ্রলোককেহরে কৃষ্ণবলে ক্ষেপাত এক দিন সেই বৃদ্ধের আর কোনও সাড়া-শব্দ নেই তার বাড়িতে ঢুকে কী দেখল সারাক্ষণ তাকে বিরক্ত করে চলা আজকের প্রজন্ম? এই নিয়েই তৈরি ছোট ছবিটিপরিচালক বলেন, সমাজকে বার্তা দেবে জিতের এই ছবি ছবিতে অভিনয় করেছেন, শুভময় চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, রাজু মজুমদার, মন্টু মল্লিক, ফিরোজ আহমেদ, দেবাশিস রায় প্রমুখ সূত্র : আনন্দবাজার পত্রিকা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আন্তর্জাতিক সম্মান,কাহিনীকার জিত,অভিনেতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close