reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুলাই, ২০২১

ডান্স ডান্স জুনিয়র সিজন ২'র মঞ্চে এবার সানি লিয়ন

ফাইল ছবি

স্টার জলসার রিয়্যালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’—এ এর আগেও তাবড় তাবড় তারকারা এসে চমকে দিয়েছেন দর্শকদের। কখনও ঊর্মিলা মাতণ্ডকর, রবিনা ট্যান্ডন, কখনও আবার অনিল কাপুরকে দেখা গেছে।

এবারে আরও দুই তারকার নাম যোগ হলো সেই তালিকায়। একজন প্রাক্তন পর্ন তারকা ও অধুনা অভিনেত্রী-মডেল সানি লিয়ন। অন্যজন বলিউডের নাচের জগতে প্রথম সারির কোরিয়োগ্রাফার রেমো ডি’সুজা।

সানি লিয়ন আসার খবর এরই মধ্যে বাংলায় চাউর হয়ে গেলেও রেমোর এসেছিল কি না, সে বিষয়ে এখনও ফিসফাস চলছে।

টেলিপাড়ার বিশেষ সূত্রে জানা গেছে, সানির সঙ্গে কোরিয়োগ্রাফার এবং পরিচালক রেমোও এসে শ্যুট করে গেছেন।

তিন বিচারক মনামী ঘোষ, দেব এবং ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর সঙ্গে একই মঞ্চে আরও দুই তারকা! কিন্তু কবে দেখা যাবে এই পর্ব? সে তথ্য এখনও মেলেনি। আনন্দবাজার।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিঠুন চক্রবর্তী,ডান্স ডান্স জুনিয়র,রিয়্যালিটি শো,সানি লিওন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close